বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সেক্টরের অব্যাহত সংস্কার/পুনর্গঠন কার্যক্রমের আওতায় বিদ্যুৎ বিতরণ পদ্ধতি পরিচালন ও আর্থিক ব্যবস্থাপনার উন্নয়ন ও গুনগত মান পরিবর্তনের লক্ষ্যে কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় সরকারি মালিকানাধীন দেশের প্রথম বিদ্যুৎ বিতরণ কোম্পানি হিসেবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিঃ নভেম্বর ০৩, ১৯৯৬ সালে গঠিত হয়। সেপ্টেম্বর ১৯৯৮ এ ৫০০ কোটি টাকার অনুমোদিত মূলধন নিয়ে ডেসা’র নিকট থেকে মিরপুর অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা অধিগ্রহনের মাধ্যমে প্রাথমিকভাবে ডেসকো’র বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ একুশ বছরের পথ পরিক্রমায় ডেসকো বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় উন্নত গ্রাহকসেবা প্রদান, দক্ষ পরিচালন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছে, যার ফলশ্রুতিতে ডেসকো গত পাঁচ বছর যাবত মূল্যায়নের সবকটি সূচকের প্রান্তসীমা অতিক্রম করেছে।
এক নজরে ডেসকো
মিরপুর, পল্লবী, কাফরুল, কল্যানপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বাড্ডা, টঙ্গী এবং পূর্বাচল সহ ৪০০ বর্গকিলোমিটার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিঃ এর আওতাভূক্ত।
|
ডেসকো’র এরিয়া ম্যাপ। |
ক্রম | বিবরণ | অক্টোবর ২০০৯ | অক্টোবর ২০২০ |
---|---|---|---|
১ | গ্রাহক সংখ্যা (জন) | ৪,১৫,৮৪২ | ১০,২৩,৪৫০ |
২ | প্রি-পেমেন্ট/স্মার্ট মিটার (সংখ্যা) | ১০,২৫৫ | ৩,৯১,৩২৯ |
৩ | সিস্টেম লস (%) | ৯.৭৯ | ৪.৯৪ |
৪ | বকেয়ার সমমাস | ২.৯৯ | ২.০৯ |
৫ | ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্র (সংখ্যা) | ২ | ৫ |
৬ | ৩৩/১১ কেভি উপকেন্দ্র (সংখ্যা) | ২১ | ৪৪ |
৭ | ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ক্ষমতা (এমভিএ) | ৭৬০/১০৬৪ | ২৩২০/৩২৫০ |
৮ | সর্বোচ্চ চাহিদা (মেগাওয়াট) | ৫০৮ | ১০৬৯ |
৯ | ১১ কেভি ফিডার (সংখ্যা) | ২১২ | ৪২৫ |
১০ | বিতরণ লাইন (কিঃমিঃ) | ৩১৮৫.৮১ | ৫২৮৫.০৭ |
জনসেবা প্রদানে ও দেশের সার্বিক উন্নয়নে সরকার সার্বিক উন্নয়নে সরকারে কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের উদ্দেশ্যে ডেসকো তথ্য প্রযুক্তি নির্ভর নানাবিধ কর্মসূচি গ্রহন করেছে। গ্রাহক সেবার মান বৃদ্ধিসহ প্রাতিষ্ঠানিক দৃঢ়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে ডেসকো মোবাইল অ্যাপস প্রস্তুত করে গ্রাহক সেবা এবং সেবা সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য গ্রাহকের একেবারে হাতের মুঠোয় পৌছানোর ব্যবস্থা করেছে।
ক্রম | প্রকল্পের নাম | বাস্তবায়ন সময়সীমা | সরকারী ও বৈদেশিক ঋন সহায়ক সংস্থা |
---|---|---|---|
১ | অগমেন্টেশন এন্ড রিহ্যাবিলিটেশন অব ডিস্ট্রিবিউশন সিস্টেম ইন ডেসকো এরিয়া | ডিসেম্বর ২০২০ | ADB |
২ | কনস্ট্রাকশন অব ১৩২/৩৩/১১ কেভি গ্রীড সাবস্টেশন ইন ডেসকো এরিয়া | জুন ২০২০ | ADB |
৩ | ডেসকো এলাকায় সুপারভাইজরি কন্ট্রোল ও ডাটা একুইজিশন (স্ক্যাডা) সিস্টেম স্থাপন | জুন ২০২১ | ADB |
৪ | ডেসকো এলাকায় ৩৩ কেভি ভূগর্ভস্থ কেবল স্থাপন, ক্ষমতা বর্ধন ও রুপান্তর | জুন ২০২১ | ADB |
৫ | উত্তরা ও বসুন্ধারা ১৩২/৩৩/১১ কেভি গ্রীড উপকেন্দ্রের ক্ষমতা বর্ধন ও পুনর্বাসন | জুন ২০২০ | AIIB |
৬ | ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবারহ ও স্থাপন প্রকল্প | ডিসেম্বর ২০২১ | GoB |
৭ | ভূ-গর্ভস্থ ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণ (গুলশান) | ডিসেম্বর ২০২৩ | JICA |
৮ | টঙ্গী ৩৩ কেভি সাবস্টেশন AIS হতে GIS এ রুপান্তর | অক্টোবর ২০২০ | DESCO |
৯ | ডেসকো'র প্রধান কার্যালয় ভবন নির্মাণ | জুন ২০২৩ | DESCO |
১০ | ডেসকোতে GIS Mapping বাস্তবায়ন | আগস্ট ২০২১ | DESCO |
সভ্যতা ও আধুনিকতার নিয়ামক বিদ্যুৎ, এটি আমরা সকলেই স্বীকার করি। ২০২১ সালের মধ্যে সরকারের "সবার জন্য বিদ্যুৎ" কর্মসূচি এবং "টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা" (এসডিজি) অর্জনের চ্যালেঞ্জকে সামনে রেখে বর্তমানে ডেসকো সরকারের নির্দেশনা বাস্তবায়নে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে।