ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এর “২০২০-২১ অর্থবৎসরের শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা” এর আওতায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত “শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭” এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ অনুযায়ী পুরস্কার প্রদান সম্পর্কে স্পষ্টীকরণ সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পত্রের আলোকে ডেসকো’র মাঠপর্যায়ের বিভাগীয়/আঞ্চলিক কার্যালয় প্রধানগণের মধ্য হতে ১ জন এবং গ্রেড ১ হতে ১০ এর অন্তর্ভুক্ত ১ জন কর্মকর্তা-কর্মচারী ও গ্রেড ১১ হতে ১৬ এর অন্তর্ভুক্ত ১ জন কর্মচারীকে নির্বাচিত করার লক্ষ্যে গঠিত কমিটি কর্তৃক নিম্নবর্ণিত কর্মকর্তা-কর্মচারীগণকে শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ এর জন্য নির্বাচিত করা হয়েছে-
ক্রমিক নং | ক্যাটাগরি | নাম ও আইডি নম্বর | পদবি | গ্রেড | বিভাগ/দপ্তর |
১ | মাঠ পর্যায়ে বিভাগীয়/আঞ্চলিক কার্যালয়ের প্রধান | প্রকৌঃ মির্জা আবু নাসের আইডি - ০১০৬ | তত্ত্বাবধায়ক প্রকৌশলী | ৪ | এসএন্ডডি অপারেশন (ইস্ট জোন-২) |
২ | গ্রেড ১ থেকে ১০ | প্রকৌঃ মোঃ গিয়াস উদ্দিন আইডি - ০৮৯৪ | নির্বাহী প্রকৌশলী | ৫ | ব্যবস্থাপনা পরিচালক এর দপ্তর |
৩ | গ্রেড ১১ থেকে ১৬ | শেফালী রাশেদ আইডি - ১০৩৪ | সিনিয়র সহকারী | ১১ | উত্তরা (পশ্চিম) বিওবি বিভাগ |