সাব-স্টেশন এর সকল কাজ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কে দিয়ে করাতে হবে।
পরিদর্শন বা রক্ষনাবেক্ষন ব্যতিরেকে অন্যান্য সময় উচ্চ বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি সমৃদ্ধ স্থাপনার প্রবেশদ্বার বন্ধ রাখতে হবে।
কাজ করার সময় লক্ষ রাখতে হবে যে লাইন ও যন্ত্র সামগ্রীর বৈদ্যুতিক সংযোগ পরিপুর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে কিনা, প্রতিটি ফেজ টেস্ট করে প্রয়োজনে গ্রাউন্ডিং করে দিতে হবে।
প্রতিটি কর্মী কে কাজের সময় উপযুক্ত পোশাক পরিধান করতে হবে, যথোপযুক্ত জুতা, হেলমেট, গ্লাভস ব্যবহার করতে হবে।
কর্মীদের কে কাজের সময় অনুমোদিত নিরাপত্তা বেল্ট ও স্ট্র্যাপ ব্যবহার করতে হবে এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা নিতে হবে ।
বহনযোগ্য মই দিয়ে কাজ করার ক্ষেত্রে প্রয়োজনে মই বেধে কাজ করতে হবে যেন কোন ভাবেই পিছলে পড়ে না যায়।
কার্যক্ষেত্রে ব্যবহারের যন্ত্রপাতি সমূহ সঠিক ভাবে কাজ করছে কিনা তা লক্ষ রাখতে হবে এবং যথাপোযুক্ত ভাবে সংরক্ষন করতে হবে, ত্রূটি পূর্ণ যন্ত্রপাতি বাদ দিতে হবে।
বিদ্যুত সংযোগ আছে এমন লাইন বা যন্ত্রপাতি নিয়ে কাজ করার সময় পরিবাহী বস্তু নিরাপদ দূরত্তে রাখতে হবে। নিরাপদ দূরত্ত অর্থঃ
A. T. M. MOSTAFA KAMAL, Additional Secretary (Renewable Energy), Power Division, Ministry of Power, Energy and Mineral Resources, GoB, joined the Board of DESCO as Chairman..... Deatails
ব্যবস্থাপনা পরিচালক মহোদয়
প্রকৌঃ জনাব মোঃ কাওসার আমীর আলী ১৯৮৪ সালের ২০ শে অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বিউবোর্ড) সহকারী প্রকৌশলী হিসাবে কর্মজীবন শুরু করেন....... বিস্তারিত